ঘুটিয়ারি শরিফের বোমা বাঁধতে গিয়ে আহত ১। উদ্ধার আগ্নেয়াস্ত্র এবং বোমা ও বন্দুক তৈরি সরঞ্জাম। গ্রেফতার ১ মহিলা সহ ৩।

ঘুটিয়ারি শরিফের বোমা বাঁধতে গিয়ে আহত ১। উদ্ধার আগ্নেয়াস্ত্র এবং বোমা ও বন্দুক তৈরি সরঞ্জাম। গ্রেফতার ১ মহিলা সহ ৩।

বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বোমার আঘাতে গুরুতর আহত ১যুবক। বাড়ির মধ্যে থেকে উদ্ধার দুটি একনলা বন্দুক এবং বোমা ও বন্দুক তৈরির সরঞ্জাম। ঘটনার তদন্তে নেমে এক মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করে ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত্রে দক্ষিণ 24 পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ ফাঁড়ি মাখালতলা এলাকার দিঘীর পাড় গ্রামে একটি বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত হলেন এক যুবক। আর এই খবর পেয়ে ঘটনার তদন্তে নামে ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির ওসি ফারুক রহমান । যে বাড়িতে বোমা ফেটে আহত হয় ওই যুবক, সেই বাড়ি তল্লাশি করে উদ্ধার হয় ১০ থেকে ১২ বোমা । ওই বাড়ির মধ্যে আরও বোমা থাকতে পারে বলে অনুমান পুলিশের। এর পাশাপাশি ওই বাড়ি তল্লাশি করে বাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় দুটি একনলা বন্দুক এবং বোমা ও বন্দুক তৈরি সরঞ্জাম। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ফাঁড়ির পুলিশ। যার মধ্যে এক মহিলা রয়েছে। অভিযুক্তদের আজ আদালতে তোলা হবে। এর পাশাপাশি পুরো বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে আসছে সিআইডি বম স্কোয়াড ও জেলার অ্যান্টিস্যাপোটেজ টিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 1 =