ঘুম কেড়েছে পূর্ব বর্ধমানের চাষীদের, অপরদিকে যারা বোরো ধান চাষ করেছে সেই চাষীদের মুখে হাসি।
পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টিপাত হবে বলেছিল আবহাওয়া দপ্তর সেই কথামতো বৃহস্পতিবার ভোর থেকে সকাল সাতটা থেকেই শুরু হয়েছে রাজ্যের অন্যান্য জায়গায় পূর্ব বর্ধমান জেলায় বৃষ্টিপাত। তবে দু’রকম ভিন্ন ভিন্ন ছবি ধরা পড়ল।শুরু হয়েছে বোরো চাষ আর যার জেরে গভীর নলকূপ থেকে জল তুলে চাষ করতে হয় চাষীদের বিদ্যুৎ বিল দিয়ে।বৃহস্পতিবার সকাল থেকে যে বৃষ্টিপাত হলো তাতে করে অনেক জমিতে জল দাঁড়িয়ে গেছে যার জন্য বোরো চাষীদের মুখে হাসি তারা জানিয়েছেন বিদ্যুৎ বিল তাদের অনেকটাই সাশ্রয় হলো।
অপরদিকে সর্ষে চাষি ও আলু চাষি দুই চাষিদের মাথায় হাত, জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় আলু ও সর্ষের ব্যাপক ক্ষতি হবে বলে জানিয়েছেন চাষিরা। পরপর আগে দু’বার নিম্নচাপ তাকে ছেড়ে চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। চাষিরা ভেবেছিল দুবারের ক্ষতি সামলে তারাক এবার কিছুটা লাভের আশা দেখবেন।
কিন্তু বৃহস্পতিবারের বৃষ্টিপাত বেশির ভাগ চাষীদের ঘুম কেড়ে নিয়েছে।