ঘুম থেকে উঠে ছেলে মেয়ে দেখে বাবা-মায়ের মৃতদেহ ঝুলছে
বসিরহাট থানার ভবানীপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ইচ্ছা পুর গ্রামের ঘটনা। বছর ৩৫,এর, শংকর ঋষি। এদের দুটি সন্তান রয়েছে, বছর ৫ এর, পুত্র সন্তান ঋজু ,বছর৯ এর, কন্যা সন্তান রিয়া পুরো পরিবারটা শ্রমিক পরিবার। কোন রকম ভাবে লোকের জমিতে কাজ করে দিন কাটাতেন । অভাব অর্থ সংকট দৈনন্দিন জীবনের নিত্য দিনের সঙ্গী। একেবারে দারিদ্রতাই চরম সংকট তাদের পরিবারে । এই নিয়ে দীর্ঘদিন স্বামী-স্ত্রীর মধ্যে গন্ডগোল বচসা হত, ঠিকমতো সংসার চলত না। শেষ পরিণতি হল মৃত্যু, একতলা ঘরের সিলিং ফ্যানে একদিকে স্ত্রী অন্যদিকে শাড়িতে স্বামী, গলায় দড়ি ঝুলন্ত দেহ উদ্ধার হয় আজ সকাল বেলায়। বিছানায় শুয়ে রয়েছে দুই সন্তান। ঘুম থেকে উঠে দেখে বাবা শংকর-মা ঊষা গলায় দড়ি দিয়ে ঝুলছে। তাদের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখে স্বামী স্ত্রী ঝুলন্ত দেহ ,উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এর পিছনে শুধুই কি অভাব পারিবারিক গণ্ডগোল না অন্য কোন ঘটনা তদন্ত করে দেখছে হাসনাবাদ থানার পুলিশ। তদন্তকারীরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পুলিশ মর্গে পাঠিয়েছে। স্বামী আত্মঘাতী আগে হয়েছে না তারপর স্ত্রী। না আগেই স্ত্রীকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে তারপর স্বামী আত্মঘাতী হয়েছে। তা ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে।