ঘুড়ি বিতরণ করে করোনা সচেতনতার বার্তা পুলিশের।

করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাব যেমন দিনে দিনে বাড়ছে তার দিকে লক্ষ্য করে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভ পুর থানার পুলিশের নতুন উদ্যোগ, ঘুড়ি বিতরণ করে সচেতনতার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। ঘুড়িতে লেখা রয়েছে মাস্ক পড়ুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন। এদিন জেলা প্রশাসন ও গোপীবল্লভ পুর থানার পুলিশের পক্ষ থেকে গোপীবল্লভপুর বাজার ও বাস স্ট্যান্ড এলাকায় স্যানিটাইজেশন করা হয় পাশাপাশি সচেতনতার বার্তা লেখা ঘুড়ি কমবয়সীদের দের হাতে তুলে দেওয়া দেওয়া হয়।।
এদিন গোপীবল্লভপুর থানার এস আই পার্থ সারথি দে, এএসআই স্বদেশ, প্রামাণিক এর নেতৃত্বে গোপীবল্লভপুর বাজার এলাকায় মোট ২০ জন কমবয়সী ছেলের হাতে এই ঘুড়ি বিতরণ করা হয়। এবিষয়ে এএসআই স্বদেশ প্রামাণিক বলেন,খেলার মাঠ থেকে যাতে কমবয়সীরা করোনা বিষয়ে সচেতন হতে পারে সাথে পরিবারের লোকজন সচেতন হতে পারেন তার জন্য ঘুড়িতে মাস্ক,স্যানিটাইজার ব্যবহারের সচেতনতামূলক স্টিকার লাগিয়ে ঘুড়ি বিতরণ করা হচ্ছে। এরপরে আরো নতুন কিছু করে সাধারণ মানুষকে আরো বেশি সচেতন করতে পারি সে বিষয়ে আমরা চেষ্টা করছি । পাশাপাশি জঙ্গলমহলের ঐতিহ্যবাহী মকর উৎসবের আগে এলাকায় করোনা সংক্রমণ ঠেকাতে পুলিশের পক্ষ থেকে গোপীবল্লভপুর থানার বেশ কয়েকটি জনবহুল এলাকাকে স্যানিটাইজ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 5 =