ঘূর্ণাবর্তের সতর্কতা জারি সুন্দরবনে, ব্লক প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের মাইকিং।
বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ১ ও ২নং, হাসনাবাদ, হাড়োয়া ও মিনাখাঁ সহ দশটি ব্লকে ঘূর্ণাবর্তের সর্তকতা জারি করেছে রাজ্য প্রশাসন।ইতিমধ্যে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে বিপর্যয় মোকাবিলার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে সমস্ত দপ্তরের আধিকারিকরা থাকবেন। রাতভর উপকূলবর্তী এলাকায় নজরদারি চালানো হবে।সকাল থেকেই রাজ্য বিদ্যুৎ দপ্তর বিভিন্ন এলাকায় মাইকিং এর মাধ্যমে প্রচার শুরু করেছে।রাজ্যে জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে বেশ কয়েক জনের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই আতঙ্কে রাজ্যবাসী।তাই সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় ,সেই দিকে যথেষ্ট সচেতন বিদ্যুৎ দপ্তর।মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে যাতে যত্রতত্র ইলেকট্রিকের তার পড়ে থাকলে ভেজা অবস্থায় কেউ যাতে সেই তার না ধরে। অন্যদিকে বাড়ির আশেপাশে জল জমে থাকলে সেখান থেকে বিদ্যুতের লাইন গেলে কোনরকমভাবে সেখানে ঝুঁকি নিয়ে যাতায়াত না করে।সংকটের আঁচ পেলেই সেই খবর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তরে জানানোর আবেদন জানাচ্ছেন তারা।পাশাপাশি একের পর এক নিম্নচাপে বিপর্যস্ত হওয়ার পরে বসিরহাট মহকুমার কৃষকরা আতঙ্কে আছে।যেটুকু ফসল তারা বাঁচাতে পেরেছেন এই ঘূর্ণাবর্তের জেরে সেটাও নষ্ট হতে চলেছে।কার্যত আতঙ্কে সুন্দরবনবাসী।