ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা নেই বাংলায়,জানালো হাওয়া দফতর।
শনিবার থেকে রাত্রে বৃষ্টি হলেও রবিবার সকাল থেকে মেঘলা আকাশ।একনাগারে চলছে বৃষ্টি।হোটেল বন্দি পর্যটকরা ইতিমধ্যে সকাল থেকে সমুদ্রের পাড়ে ভিড় জমাতে শুরু করেছে। কিন্তু জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে কোন পর্যটককেই সমুদ্রের নামতে দেওয়া হচ্ছে না। অমাবস্যার ভরা কটালে সমুদ্র উত্তাল রয়েছে। রবিবার দিঘাতে পর্যটকের ভিড় হওয়ার সম্ভাবনাও রয়েছে। এক কথায় বলা যেতে পারে ঘূর্ণিঝড় না আসার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে পর্যটকরা।