ঘূর্ণিঝড় মোকাবিলার সব রকম ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগের আশঙ্কায় ইতিমধ্যে বিভিন্ন জায়গা জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় দানা-র জন্য ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া দানা ক্রমশ এগিয়ে আসছে উপকূলের দিকে। পুরীর সমুদ্র তীরবর্তী সমস্ত হোটেল থেকে পর্যটকদের চলে যেতে বলা হয়েছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে ,বইছে ঝোড়ো হাওয়া।
দক্ষিণ ২৪ পরগনার নামখানায় দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে বাড়ি ও দোকানঘর। দিঘায় ক্রমশ উত্তাল হয়ে উঠছে সমুদ্র। প্রশাসনের তরফে সমুদ্র সৈকত থেকে সবকিছু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে,সমুদ্র পাড়ে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ ,সমুদ্র তীরবর্তী এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ। ওড়িশার জনপ্রিয় সমুদ্র সৈকত পুরীতেও সতর্ক রয়েছে প্রশাসন,কাকদ্বীপে বন্ধ রয়েছে ফেরি চলাচল।

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দানা’র ল্যান্ডফল হতে পারে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে। হাওড়ার শালিমার স্টেশনে রেলওয়ের তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে,দরকারে কন্ট্রোল রুমে ফোন করে জানানোর জন্য আবেদন করা হয়েছে যাত্রীদের কাছে। সমুদ্র তীরবর্তী রাস্তাঘাটও পুরো ফাঁকা রয়েছে বন্দর এলাকা ধামারায় সকাল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। ওড়িশার জনপ্রিয় সমুদ্র সৈকত পুরীতেও সতর্ক রয়েছে প্রশাসন ,আজ মধ্যরাত থেকে কাল সকালের মধ্যে এখানেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘দানা। পুরীর সমুদ্র তীরবর্তী সমস্ত হোটেল থেকে পর্যটকদের চলে যেতে বলা হয়েছে। দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তটভূমি গুলিকে। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বইছে ঝোড়ো হাওয়া।

আকাশে কালো মেঘের ঘনঘটা, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। লোহার চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে নৌকা। যেকোনও রকম পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসনও। শালিমারে ট্রেন যাতে ক্ষতিগ্রস্ত না তার জন্য ট্রেনের চাকার সঙ্গে রেললাইন বেঁধে রাখা হয়েছে শক্ত লোহার চেন দিয়ে। পূর্ব মেদিনীপুরের জুনপুট মৎস্য বন্দর। ঘূর্ণিঝড় মোকাবিলায় সেখানে আগাম প্রস্তুতি নিয়েছেন মৎস্যজীবীরা, ঝড়ের দাপটে নৌকা যাতে ভেসে না যায়, তার জন্য বেঁধে রাখা হয়েছে। বন্দর এলাকা ধামারায় সকাল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। ওড়িশার জনপ্রিয় সমুদ্র সৈকত পুরীতেও সতর্ক রয়েছে প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − eight =