ঘূর্ণিঝড় সাথে ভরা কোটাল, প্লাবিত দেগঙ্গার একাধিক এলাকা।

ঘূর্ণিঝড় সাথে ভরা কোটাল, প্লাবিত দেগঙ্গার একাধিক এলাকা।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব এবং পূর্ণিমার ভরা কোটালে বিদ‌্যাধরীর বাঁধ প্লাবিত হয়ে সবজি চাষের ব‍্যাপক ক্ষতি। ঘটনা দেগঙ্গা ব্লকের চাঁপাতলা পঞ্চায়েতের খাসপুর এলাকায়।ভরা কোটালের জেরে পটল ক্ষেত সহ বিভিন্ন সবজির ক্ষেতে হাঁটু সমান জল।ইয়াস এবং ভরা কোটালের জলোচ্ছ্বাসে দেগঙ্গার মধ্যে দিয়ে বয়ে যাওয়া বিদ্যাধরীর পাড় ভেঙে নোনা জল ঢুকে পড়েছে চাষের জমিতে।ফলত বিদ্যাধরীর তীর সংলগ্ন গ্ৰামগুলিতে তার জেরে জলমগ্ন হয়ে পড়েছে বিঘা বিঘা চাষির কৃষিজ ফসল পটল, ঝিঙে, কলা , চিচিঙ্গা,ভেন্ডীর জমি।পাট চাষের জমিতেও জমে রয়েছে জল।ক্ষতিগ্ৰস্ত চাষীদের দাবী, বিদ্যাধরীর নোনা জল ঢুকে ২৫০ বিঘার বেশি সবজি চাষের ক্ষতি হয়েছে।ক্ষতিগ্ৰস্থ চাষীরা চাইছেন ক্ষতিপূরণ।আর তা না হলে তাদের আত্মহত্যা পথ বেছে নিতে হবে তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − seventeen =