রিপোর্টার – সায়ন্তনী দে
ঘূর্ণিঝড় যশের প্রভাব, জলোচ্ছ্বাস শ্রীরামপুর চার মন্দিরঘাটে।
অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার সকালেই ওড়িশার বালেশ্বর উপকূলে আছড়ে পড়েলো বিধ্বংসী ঘূর্ণিঝড় যশ।তারই প্রভাবে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী বিভিন্ন এলাকা ইতিমধ্যেই জলমগ্ন।উত্তাল হয়ে উঠেছে দীঘা সমুদ্র।সমুদ্রের জলোচ্ছ্বাসের ফলে এবং গঙ্গার জলোচ্ছ্বাসের ফলে উপকূলবর্তী বিভিন্ন এলাকার বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সকাল বেলা যশের প্রভাবে দুই ২৪ পরগনা, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে মাঝারি বর্ষণ শুরু হয়েছে।সাথে বইছে ঝোড়ো হওয়া।সেই একই দৃশ্য ধরা পরলো শ্রীরামপুরে। শ্রীরামপুরের চাতরা চার মন্দির ঘাটে গঙ্গার জলস্তর বৃদ্ধির ফলে ইতিমধ্যে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। ভারী বর্ষণ ও শুরু হয়েছে।সকাল দশ টা নাগাদ গঙ্গায় বান আসে।ফলত গঙ্গারঘাটগুলি এই মুহূর্তে জলের তলায়।