জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোড়াগাড়ি এলাকায় চড়ক ভেঙে আহত হলেন তিনজন। জানা গিয়েছে,চৈত্র সংক্রান্তি উপলক্ষে শুক্রবার ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় চরক পুজো ও মেলার আয়োজন করা হয়েছিল। সেইমতো বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোরাগারি এলাকায় চলছিল চড়ক পুজো এবং মেলা। দূর দূরান্তের প্রচুর মানুষ সেখানে ভিড় জমিয়েছিলেন। সেখানে চড়ক ঘোড়ার সাথে সাথেই আচমকা চড়ক ভেঙে পড়ে যায় দর্শনার্থীদের ওপর। আহত হয় তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত তিনজনের অবস্থা স্থিতিশীল। আহত প্রত্যেকেই চড়ক পূজোর মেলা দেখতে গিয়েছিল। ঘটনাস্থলে পৌঁছেছে ধুপগুড়ি থানার পুলিশ।