পুজোর সময় শখ করে কিনেছিলেন গাড়ি। চতুর্থীর দিন রাতেই পুজোর উপহার হিসাবে নতুন গাড়ি কিনে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের কোনা চামড়াইলের ঘটনা। মৃতের নাম শান্তনু পাল,হাওড়ার বাঁধাঘাটের বাসিন্দা। চতুর্থীর দিন রাতে নতুন গাড়ি কিনে ফিরছিলেন ওই যুবক।সেই সময় হঠাৎই দুর্ঘটনা।