চন্ডীতলায় একই পরিবারের তিনজনকে খুনে অভিযুক্ত আত্মঘাতী।
চন্ডীতলার নৈটিতে একই পরিবারের তিনজনকে খুনে অভিযুক্তের মৃতদেহ উদ্ধার হল গোবরা স্টেশনের রেল লাইন থেকে।মঙ্গলবার সকাল ৬ টা ৩০ মিনিট নাগাদ হাওড়া- বর্ধমান কর্ড শাখার ৩ নম্বর লাইনে শ্রীকান্ত ঘোষের দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার হয়।কামারকুন্ডু জিআরপি মৃতদেহ উদ্ধার করে।এরপর চন্ডীতলা থানার পুলিশ খবর পেয়ে মৃতের পরিবারকে ডেকে দেহ শনাক্ত করায়।সম্পত্তি নিয়ে খুরতুতো দাদা সঞ্জয় ঘোষের সঙ্গে বিবাদ ছিল শ্রীকান্তদের।আর তার জেরেই সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ সঞ্জয় সহ তার স্ত্রী ও মেয়েকে শাবল দিয়ে মেরে চপার দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায় শ্রীকান্ত।পুলিশ তার খোঁজে তল্লাসী চালাচ্ছিল।মানসিক চাপের ফলেই পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছে ওই ব্যক্তি।