চন্দননগরে জগদ্ধাত্রী পুজোতেও আঁটোসাঁটো নিরাপত্তা।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোতেও আঁটোসাঁটো নিরাপত্তা।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে শিথিল থাকছে নাইট কারফিউ।চন্দননগরে জগদ্ধাত্রী পুজো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই জানালেন চন্দননগর পুলিশ কমিশনারের প্রধান অর্নব ঘোষ। মঙ্গলবার নবান্ন থেকে জারি হওয়া নতুন নির্দেশিকা বলা হয়েছে ১২ এবং ১৩ ই নভেম্বর শিথিল করা হয়েছে নাইট কারফিউ। কার্যত তাতেই শিলমোহর দিলেন পুলিশ কমিশনারেটের প্রধান।করোনা আবহে এবারে দুর্গা পুজো, কালী পুজো গুলিতে নাইট কারফিউ শিথিল ছিল । চন্দনগরের জগদ্ধাত্রী পুজোয় প্রশাসন সেই পথে হাঁটলো।যদিও প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই বিখ্যাত শোভাযাত্রা না করার কথা বলা হয়েছে। জগদ্ধাত্রী পুজোকে সামনে রেখে চন্দননগরের রবীন্দ্রভবনে সোমবার একটি গাইড ম্যাপ প্রকাশ করেন সি পি। তিনি জানান, এবারে ভদ্রেশ্বর ও চন্দননগর মিলিয়ে মোট ৩০০ টি পুজোকে অনুমতি দেওয়া হয়েছে। উচ্চ পদস্থ থেকে শুরু করে সর্ববস্তের মোট দেড় হাজার পুলিশ কর্মী মোতয়ন থাকছে।মোট ৫০ টি সিসি টিভি ক্যামেরায় নজরদারি চালানো হবে গোটা চন্দননগর শহরে । বিশেষ গোপন ক্যামেরাতেও নজরদারি চালানো হবে সব জায়গাগুলিতে। শিশুরা ভিড়ে হারিয়ে যাতে না যায় তার জন্য ঠাকুর দেখতে আসা শিশুদের জন্য থাকছে বিশেষ ব্যাচ।৯ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত দুপুর ২ টো থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত চন্দননগরে নো এন্ট্রি জোন করা হয়েছে।
দ্রুত চিকিৎসার জন্য জায়গায় জায়গায় এম্বুলেন্স থাকছে। শুধু তাই নয়, ভিড় এড়াতে এই এম্বুলেন্স গঙ্গার ঘাটে গিয়ে স্পিড বোটের মাধ্যমে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাবে।এছাড়া পুলিশের পক্ষ থেকে স্পিড বোটের মাধ্যমে গঙ্গায় নজরদারি চালানো হবে। অর্থাৎ সবমিলিয়ে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার আঁটোসাঁটো নিরাপত্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × three =