প্রায় পাঁচ বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে নবনির্মিত জেটির ভার্চুয়াল মাধ্যমে শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রায় পাঁচ বছরে বেশি সময় ধরে বন্ধ ছিল এই ঘাট গুলি কারণ তেলেনিপাড়া জেটি দুর্ঘটনার পর প্রশাসনের তরফ থেকে অস্থায়ী ঘাট গুলিকে বন্ধ করে দেওয়া হয়। চন্দননগরের এই ঘাট দুটি সাধারণ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ দুটি জেটি, দুটি ঘাট মিলিয়ে প্রতিদিন প্রায় 25 হাজার মানুষ গঙ্গা পারাপার করে। দীর্ঘকাল ঘাটগুলি বন্ধ থাকার কারণে মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। প্রায় বেশ কিছুটা ঘুর পথে যেতে হয়েছে নিত্য যাত্রীদের । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার এ ডিএম জেনারেল, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী , এস ডি ও অয়ন দত্ত গুপ্ত, চন্দননগর কমিশনর স্বপন কুন্ডু ,ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল , ও পুরপরিষদের একাধিক সদস্য । মোট নয়টি জেটির মধ্যে হুগলী গৌড়হাটি জেটিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়াল উদ্বোধন করলেন পরবর্তীতে চন্দননগরের মেয়র ফিতে কেটে গৌড়হাটি জেটির উদ্বোধন করলেন। চন্দননগরের মেয়র জানান বহু প্রতিক্ষার অবসান ঘটলো , দীর্ঘদিন ধরে এই যে এটি অন্ধ অবস্থায় পড়েছিল । জেটি উদ্বোধনের পরে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে বলে জানিয়েছেন তিনি।