চন্দননগর পুলিশ কমিশনারেটের পূজার গাইডলাইন প্রকাশ।
দুর্গাপূজার প্রাক্কালে চন্দননগর পুলিশ কমিশনার অভিনব কায়দায় পুজোর দিনগুলিতে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে এগিয়ে এলো।পুজো সংক্রান্ত গাইডলাইন নিয়ে চন্দননগর রবীন্দ্রভবনে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।চন্দননগর পুলিশ কমিশনারের এলাকাভুক্ত বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন।শারদীয়া উৎসবে যথাক্রমে বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং সিসিটিভি ক্যামেরাগুলির নজরদারি দেওয়ার জন্য আলাদা আলাদা কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে।পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমে উৎসবের দিনগুলিতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজরদারি চালাবে চন্দননগর পুলিশ আধিকারিকরা।ভিড়ের মধ্যে শিশুরা হারিয়ে না যায়, সেক্ষেত্রে শিশুদের জন্য আইডি কার্ড ব্যবস্থা করা হয়েছে।এরকম একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে।সাধারণ মানুষের সুরক্ষা দিতেই তাদের এই ব্যবস্থাপনা।