চলছে কল্যাণী বইমেলা, ভিড় না হলেও বেলা বাড়ার সাথে সাথে আসছেন বইপ্রেমীরা।
করোনা আবহে এবছর কল্যাণী বইমেলা পদার্পণ করলো ২৪তম বর্ষে।গত বছরেও মানুষের ভিড় ছিল মেলায়। বিক্রেতারা দূর দূরান্ত থেকে আসেন বিভিন্ন বই, হস্তশিল্প , উৎপাদিত পণ্য নিয়ে বিক্রি করতে বিভিন্ন স্টলে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা। কিন্তু এবছর সবকিছুই ছকভাঙা। নেই সেই ভিড় স্টলগুলিতে। বিক্রেতারা জানাচ্ছেন, যেসকল বইপ্রেমীরা বাইরের জেলা থেকে আসতেন তারা অনেকেই এবছর করোনা আবহে আসছেন না, তাই বিকি কিনি অন্য বারের তুলনায় অনেকটাই কম। রাতের বেলা ক্রেতাদের আগমন ঘটলেও সারা দিন বসে থাকতে হচ্ছে বই বিক্রির আশায়। তবে ক্রেতারা জানাচ্ছেন নতুন বইয়ের যে গন্ধ, যে আবেগ তা আর অন্য কোথাও পাওয়া সম্ভব নয়।তাই ঝুঁকি নিয়ে হলেও কল্যাণী বইমেলায় তারা একদিন হলেও আসছেন।এইভাবেই কিছুটা জৌলুষহীন ভাবেই কাটছে ২৪তম কল্যাণী বইমেলা।