ছট পুজো সেরে বাড়ি ফেরার পথে ১৬নম্বর জাতীয় সড়ক নিব্রা মোড়ের কাছে ম্যাজিক ভ্যান উল্টে আহত দুই শিশুসহ কুড়িজন। বাঁকড়ার মিশ্র পাড়া থেকে এদিন বিকেলে হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে ছট পুজো করতে এসেছিলেন পুণ্যার্থীরা। জানা যায় বাড়ি ফেরার পথে গাড়ী চালককের অসাবধানতায় পথদুর্ঘটনায় গুরুতর আহত হলেন তারা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ চালক গাড়ি চালানোর সময় ভিডিও কলে ব্যস্ত ছিল এবং ১৬ নম্বর জাতীয় সড়ক নিব্রা মোড়ে গাড়ী ঘোরাতে গিয়েই ডিভাইডারে ধাক্কা মারে।আর তাতেই চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে আহত হয় দুই শিশুসহ ২০ জন। এদের মধ্যে ৬ জনের আঘাত গুরুতর। বাকিদের আহতদের চিকিৎসা চলছে হাওড়া হাসপাতালে। দ্রুততার সঙ্গে কোনা ট্রাফিক গার্ড ও নিব্রা ট্রাফিক পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়।ঠিক কি কারণে ঘটল এই পথ দুর্ঘটনা খতিয়ে দেখছে ট্রাফিক পুলিশ।