চলন্ত ট্রেনে মহিলার হার ছিনতাই, রেলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
| সাঁতরাগাছি স্টেশন থেকে আপ পাঁশকুড়া লোকাল বাউরিয়া স্টেশন ছাড়ার পর এক যুবক হটাৎ করেই সুনিতা মিত্র নামে এক মহিলার সোনার হার ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে একটি দাঁড়িয়ে থাকা দূরপাল্লার ট্রেনের নিচ দিয়ে পালিযে যায় | হার ছিনতাইয়ের জেরে সুনিতা দেবীর শরীরে একাধিক আঘাত লাগে | লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের নিরপত্তা নিয়ে উঠছে প্ৰশ্ন।|