চলন্ত ট্রেন থেকে জলপাইগুড়ির মহিলা আইনজীবী নিখোঁজ।
ওই আইনজীবীর নাম রীনা বাড়রী। জলপাইগুড়ি শহরের মোহন্ত পাড়া সংলগ্ন তরুণদল ক্লাবের খেলার মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা তিনি।জলপাইগুড়ি আদালতে আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন। পুলিশ ও রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে আইনজীবী ও পরিবারের তরফ থেকে।রবিবার রাতে শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে উঠেছিলেন।এস ফোর ৩৩ নম্বর আসছিলেন তিনি। সোমবার সকাল আটটায় জলপাইগুড়ি ফিরে আসার কথা থাকলেও এখন আসেননি।কোথায় আছেন তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পরিবার। অন্যদিকে আইনজীবী রীনার সঙ্গে রাত দশটা নাগাদ শেষবার কথা হয়েছিল পরিবারের। পরিবারের দাবি, যখন কথা হয়েছিল সেই সময় তিনি বর্ধমানে ছিলেন। এখন মোবাইল বন্ধ কোথায় রয়েছেন জানা নেই কারও। তা ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে আইনজীবীদের মধ্যে। জলপাইগুড়ি বার আসোসিয়েশন সম্পাদক অভিজিৎ সরকার বলেন,”
ট্রেন থেকে হারিয়ে যায় আমাদের আদালতের আইনজীবী রীনা বাড়রী। কোথায় আছেন জানা নেই। খোঁজ চলছে।” পরিবারের তরফে রীনার দাদা শিবনাথ বাড়রী বলেন,এনজেপিতে শেষ বার দেখা গিয়েছিল খোঁজ পেলাম। এরপর থেকে নিখোঁজ।