চলন্ত বাসে অচৈতন্য হয়ে পড়লেন মহিলা বাস যাত্রী

চলন্ত বাসে অচৈতন্য হয়ে পড়লেন মহিলা বাস যাত্রী

শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার গামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাসে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা যাত্রী। বুধবার বিকেলে বাসটি ধূপগুড়ি বাস টার্মিনাসে আসতেই অন্যান্য বাস যাত্রীরা লক্ষ্য করেন ওই মহিলা বাসের ভেতর অসুস্থ হয়ে আছে।উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ধূপগুড়ি কাউন্টারে তাকে প্রাথমিকভাবে সুস্থ করার চেষ্টা করা হয়। তিনি অচৈতন্য অবস্থায় থাকায় তৎক্ষণাৎ থাকে বাসে করে বাস কর্মীরা ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। প্রথমে ওই মহিলার নাম পরিচয় জানার জন্য জিজ্ঞেস করা হলে তিনি কিছুই বলতে পারছিলেন না। তবে তিনি গরমে অসুস্থ হয়ে অচৈতন্য হয়ে পরেছেন, নাকি অসৎ উদ্দেশ্যে তাকে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছে এই নিয়ে উঠছে প্রশ্ন। এনবিএসটিসির কর্মী অভিষেক দাস জানিয়েছেন, শিলিগুড়ি থেকে ওই মহিলা বাসে উঠেছিলেন। বাস ধূপগুড়ি এসে পৌঁছতেই দেখা যায় গাড়ির ভেতরে তিনি অসুস্থ হয়ে আছেন।তার সাথে কেউ ছিলনা। বাসে করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। তার মোবাইল ফোন থেকে ফোন করা হলে ওনার মা ফোন ধরে বলেন তার নাম পূর্ণিমা বর্মন জটেশ্বরের ডালিমপুরের বাসিন্দা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × three =