চলে গেলো ভোগেশ্বর,এশিয়ার দীর্ঘতম দাঁতযুক্ত হাতির মৃত্যু।

পশুপ্রেমীদের জন্য দুঃসংবাদ।এশিয়ার দীর্ঘতম দাঁতযুক্ত হাতি ভোগেশ্বর প্রয়াত।বন্য এই হাতি,যার বয়স হয়েছিল ৬০ বছর, শনিবার কর্ণাটকের বান্দিপুর টাইগার রিজার্ভের গুন্দ্রে রেঞ্জে তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।ভোগেশ্বর পরিচিত ছিল মিস্টার কাবিনী নামে।ভোগেশ্বরকে প্রায়ই বান্দিপুর ব্যাঘ্র রিজার্ভে দেখা যেত।এই হাতিটি কাবিনী ব্যাকওয়াটারে পর্যটকদের প্রধান আকর্ষণ ছিল।ভোগেশ্বরকে এশিয়ার সবচেয়ে লম্বা দাঁতওয়ালা হাতি হিসেবে মনে করা হতো।হাতিটি তার বিশাল দাঁতের জন্য পর্যটক এবং প্রকৃতি উৎসাহীদের দৃষ্টি আকর্ষণ করেছিল।বন বিভাগের কর্মকর্তাদের মতে,ভোগেশ্বরের দাঁতগুলি ছিল ২.৫৮ মিটার এবং ২.৩৫ মিটার লম্বা। মনে করা হচ্ছে, তিন-চারদিন আগেই হাতিটির মৃত্যু হয়েছে।হাতিটির মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সেটিকে শেষ বিদায় জানাতে শুরু করেন নেটিজেনরা।কেউ কেউ এই হাতিটিকে দেখা শুভ বলেও মনে করতেন।প্রসঙ্গত, হাতির গড় আয়ু ৬৫ বছর। বন্য অঞ্চলে বসবাসকারী হাতিগুলি মোটামুটি ৬০ বছর পর্যন্ত বাঁচে।তবে গৃহপালিত হাতিকে ৮০ পর্যন্তও বাঁচতে দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 5 =