চলো যাই মুর্শিদাবাদ….”পর্যটন মরশুম উদযাপন-২০২১”।

চলো যাই মুর্শিদাবাদ….”পর্যটন মরশুম উদযাপন-২০২১”।

ইং ১৬ই ডিসেম্বর মুর্শিদাবাদ থানা এলাকার লালবাগের কেল্লা চত্বরের দক্ষিণ দরজায় মুর্শিদাবাদ পুলিশের মাননীয় আরক্ষাধক্ষ্য মহাশয়ের উদ্যোগে এবং মাননীয় জেলাশাসকের উপস্থিতিতে, মুর্শিদাবাদ পুলিশ এবং মুর্শিদাবাদ পৌরসভার যৌথ সহযোগিতায় পর্যটক সমাগমের উদ্যেশ্যে শুভ সূচনা করা হয় “`চলো যাই মুর্শিদাবাদ….”পর্যটন মরশুম উদযাপন-২০২১”
উক্ত অনুষ্ঠানের মাধ্যমে মুর্শিদাবাদে আগত সকল পর্যটকগনের উদ্দেশ্যে মুর্শিদাবাদ পুলিশ প্রশাসন ও পর্যটন শিল্পের সাথে যুক্ত বিভিন্ন ক্ষেত্রের ব্যবসায়ীদের পক্ষ থেকে পর্যটকগনের জন্য কোন কোন সুবিধা ও পরিষেবা উপলব্ধ আছে, সেই বিষয়ে ব্যক্ত করা হয়।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যটকদের উন্নত পরিষেবা প্রদানের জন্য মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে ট্যুরিস্ট ভলেন্টিয়ার্সদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় যারা মুর্শিদাবাদ থানার নিয়ন্ত্রনে থেকে কাজ করবে এবং তাঁদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা চালু করা হয়।
পাশাপাশি লালবাগ ও লালবাগ সংলগ্ন প্রধান প্রধান ঐতিহাসিক স্মৃতি বিজড়িত দর্শনীয় স্থানগুলি পর্যটকদের পর্যবেক্ষণের সুবিদার্থে একটি “পর্যটন প্রথপ্রদর্শক মানচিত্র” (টুরিস্ট গাইড ম্যাপ) প্রকাশিত করা হয় এবং প্রতিটি গরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলিতে “পুলিশ সহায়তা কেন্দ্র” স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 18 =