চাঁদার জুলুম, প্রতিবাদীকে পিটিয়ে খুন,গুরুতর জখম ২।
বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজেন্দ্রপুর গ্রামের ঘটনা।স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামে আগামীকাল বৃহস্পতিবার থেকে একটি বনবিবির মেলা শুরু হওয়ার কথা ছিল।সেই মেলা উপলক্ষ্যে মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ বাসন্তী হাইওয়েতে জোরপূর্বক চাঁদা তুলছিলেন মেলা কমিটির সদস্যরা। তারই প্রতিবাদ করতে গিয়েছিলেন ৩২ বছরের পুলিন মন্ডল।প্রতিবাদ করাই কাল হল।তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করতে থাকে মেলা কমিটির সদস্যরা। রঞ্জন মন্ডল, লক্ষীকান্ত মণ্ডল, বুদ্ধেশ্বর মণ্ডল, বীরেন মন্ডল, কালো সোনা মন্ডল, বাবুসোনা মন্ডল এদের নেতৃত্বে পুলিন মন্ডল এর উপর অতর্কিতে হামলা চালায় এবং বেধড়ক মারধর করতে থাকে বাঁশ, লাঠি এবং লোহার রড দিয়ে। ঘটনাস্থলে লুটিয়ে পরেন তিনি।স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পুলিন মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনায় পুলিন মন্ডলকে বাঁচাতে গেলে আরো দুইজন আহত হয়। তাদেরকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতাল চিকিৎসা করানো হয়।ইতিমধ্যে অভিযুক্তদের পরিবারের তিন মহিলা এবং এক ছেলেকে আটক করেছে মিনাখাঁ থানার পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে পুলিশ ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে ।মিনাখাঁ থানার পক্ষ থেকে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় বসানো হয়েছে পুলিশ প্রিকেট। পুলিশ একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। শুধুই কি চাঁদার প্রতিবাদ করায় নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে খতিয়ে দেখছে মিনাখাঁ থানার পুলিশ। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিন মন্ডল পেশায় একজন চাষী ছিলেন। তার দুই কন্যা সন্তান রয়েছে।বাবার মৃত্যুতে দুই শিশু কন্যার ভবিষ্যৎ অন্ধকারে।
