এখন অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের প্রস্তুতি সারছেন বিরাট কোহলি।

অন্যদিকে জোরকদমে পর্দায় ঝুলন গোস্বামী হওয়ার চেষ্টায় অনুষ্কা শর্মা। ভারতের একনম্বর মহিলা পেসারের আত্মজীবনী ‘চাকদা এক্সপ্রেস’এর শুটিংয়ে কলকাতায় আছেন বিরাট ঘরণী। বৃহস্পতিবার সারাদিন আন্দুল রাজবাড়ীতে চলল শুটিং। অনুষ্কার পরনে মেরুন স্কার্ট এবং সাদা শার্ট। দেখে মনে হচ্ছে স্কুল জীবনের ঝুলন। তবে বল হাতে নয়, ব্যাট করতে দেখা যায় পর্দার ঝুলুকে। খবর জানাজানি হওয়ার পর বলিউডের তারকাকে দেখার জন্য ভিড় উপচে পড়ে মাঠে। এদিন শুটিংয়ে মূলত ব্যাট করতেই দেখা যায় অনুষ্কাকে। সোমবার ইডেনে রাতভর চলে ঝুলনের বায়োপিকের শুটিং। সেখানে ভারতের জার্সিতে বল করতে দেখা গিয়েছিল অনুষ্কাকে। বেশ কয়েকমাস ধরেই ছবির শুটিং চলছে। কয়েকদিন আগে লন্ডনে হয় শুটিং। রবিবার রাতে কলকাতায় পৌঁছন বিরাট পত্নী। সোমবার বেশি রাত পর্যন্ত ইডেনে চলে শুটিং।

ঝুলনকে রুপোলি পর্দায় নিখুঁতভাবে তুলে ধরতে অনেক কসরত করছেন অনুষ্কা শর্মা। আরও দিন দুয়েক মহানগরীতে থাকার কথা বলিউডের তারকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + fourteen =