চাকদা পৌরসভায় পরীক্ষা দিতে আসা আটজন ভুয়ো পরীক্ষার্থী গ্রেফতার

চাকদা পৌরসভায় পরীক্ষা দিতে আসা আটজন ভুয়ো পরীক্ষার্থী গ্রেফতার

জাল এপারমেন্ট লেটার নিয়ে চাকদহ পৌরসভায় চাকরিতে যোগ দিতে আসা ৮ জনকে আটক করল চাকদহ থানা। বুধবার বিভিন্ন এলাকা থেকে জাল এ্যাপয়নমেন্ট লেটার নিয়ে চাকদহ পুরসভায় কাজে যোগ দিতে আসা ৮ জনকে চাকদহ থানার হাতে তুলে দিলো চাকদহ পৌরসভা। এদের মধ্যে ৩ জন মহিলা। বাকিরা ৫ জন পুরুষ। এদের অধিকাংশের বাড়ি রানাঘাট থানার পায়রাডাঙা এলাকায়।
পুলিশ সুত্রে জানা যায়, ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ওদের নিয়ে আসা হয়েছে থানায়।
পুরসভার কার্য নির্বাহী আধিকারিক বিজয় রায় বলেন, চাকরিতে যোগদান করার উদ্দেশ্যে যে এ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো জাল। এ ব্যাপারে নিয়ম অনুযায়ী পদক্ষেপ করা হবে।
পুরসভা ও স্থানীয় সুত্রে জানাযায়,এদিন বিভিন্ন জায়গা থেকে চাকদহ পৌরসভায় কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যে ১৫ জন এসেছিলেন। তাদের মধ্যে ৭ জন ঘটনার বেগতিক দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। বাকি ৮ জনের নথি দেখতেছে তাদেরকে পৌরসভার একটি ঘরে বসানো হয়। তাদের নথিগুলো চাল প্রমাণিত হতেই তাদের কে আটকে রেখে খবর দেওয়া হয় চাকদহ থানায়। এরপর পুলিশ এসে তাদেরকে নিয়ে যায় চাকদহ থানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − ten =