চাকরিপ্রার্থীদের শারীরিক চর্চা নিয়ে বচসা, জখম মহিলাসহ ১০।
ঘটনাটি ঘটে বসিরহাট মহকুমা মাটিয়া থানার গোপালপুরে। ওই এলাকার ব্রহ্মানন্দ হাই স্কুলের মাঠে একটি বেসরকারি কোচিং সেন্টারে চাকরির জন্য প্রশিক্ষণরত যুবক-যুবতীরা যারা সেনাবাহিনী, পুলিশ ও আধাসামরিক বাহিনী সহ বিভিন্ন দপ্তরে চাকরির জন্য বিভিন্ন জায়গা থেকে আবেদন করেছেন তাদেরকে নিয়েই কোচিং সেন্টারের উদ্যোগে স্কুলের মাঠে শুক্রবার সকালে বিভিন্ন রকম শারীরিক চর্চা চলছিল। সেই সময় স্থানীয় গ্রামবাসীরা তাদের উপর হঠাৎ চড়াও হয়।প্রথমে তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে।তাদেরকে মারধর করে বলেও অভিযোগ ওই প্রশিক্ষণরত চাকরীপ্রার্থীদের।দুপক্ষের মধ্যে সংঘর্ষের জেরে মহিলা সহ জখম হয় ১০ জন।৬ জনকে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রশিক্ষক পরাগ ভট্টাচার্য।এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরী হয়। স্থানীয় বাসিন্দারা জানান , সকালবেলায় শারীরিক চর্চার নামে এখানে অশ্লীল অঙ্গভঙ্গি এবং আচার-আচরণ প্রত্যেক দিন তাদের দেখতে হতো। বারবার বারণ করা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি।ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।