চাকরির নিয়োগপত্র হাতে পেলেন রেনু খাতুন
হাসপাতালের বেডে বসেই চাকরির নিয়োগপত্র হাতে পেলেন এবং দ্রুত স্বাস্থ্য সাথী কার্ড বানিয়ে স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে চিকিৎসার সুযোগ করে দেওয়া হলো রেনু খাতুনকে। হাসপাতালের বেডে বসে এসবের জন্য জেলা প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষ এবং মুখ্য মন্ত্রীকে ধন্যবাদ জানায় রেনু। পূর্ব বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় দুর্গাপুরের এই বেসরকারি হাসপাতালে নিয়োগপত্র দেন এবং সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক অরুণ প্রসাদ।