চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ, বিজেপি নেতার বাড়ির সামনে বিক্ষোভ।

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ, বিজেপি নেতার বাড়ির সামনে বিক্ষোভ।

শনিবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত ঠাকুরনগরে এক বিজেপি নেতা ধ্যানেশ নারায়ণ গুহ-র বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হলেন প্রতারিত এলাকাবাসীরা।বিক্ষোভকারীদের অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে প্রায় পঞ্চাশ জনের কাছে থেকে কোটি কোটি টাকা তুলেছেন ওই নেতা।তাদের আরও দাবি, অবিলম্বে সিআইডি তদন্ত করতে হবে।অভিযুক্ত ওই নেতা প্রথমে সিপিএম কর্মী ছিলেন।পরবর্তীতে তৃণমূল ক্ষমতায় আসার কয়েক বছর আগে তৃণমূল দলে আসেন এবং দীর্ঘদিন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ছিলেন।কর্মাধ্যক্ষের পদও সামলে ছিলেন তিনি।এরপর গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান তার।শনিবার দুপুরে ক্ষুব্ধ সাধারণ মানুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে তার বাড়িতে চড়াও হয়।বিক্ষোভ দেখাতে থাকেন বাড়ির সামনে।ধ্যানেশ গুহর স্ত্রী বাসিন্দাদের সব অভিযোগ অস্বীকার করে বলেন,একটা বৃহত্তর চক্রান্ত চলছে।বিরোধীরা দুষ্কৃতী নিয়ে এই কাজগুলো ঘটাচ্ছে।অন্যদিকে,গাইঘাটা বিধানসভা নির্বাচনের প্রার্থী নরোত্তম বিশ্বাস এপ্রসঙ্গে বলেন,সাধারণ মানুষের টাকা ফেরত দিক ধ্যানেশ গুহ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − 6 =