চাত্তরার কালী বাবুঘাটে উদ্ধার কুমিরের মৃতদেহ।
মঙ্গলবার সকালে শ্রীরামপুর চাত্তরার কালী বাবুঘাটে একটি কুমিরের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কুমির ভেসে এসেছে এই খবরে বহু মানুষের এসে ভীড় জমায় কালিবাবুর গঙ্গার ঘাটে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য,কুমিরটি মৃত অবস্থায় ভেসে এসেছে না জীবিত অবস্থায় এসেছে এবং পরে মৃত্যু ঘটেছে তা জানেন না তারা।তবে গঙ্গায় কুমির আসায় কিন্তু মানুষের মনে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীদের ভীতির কারণ প্রতিদিন বহু মানুষ বিভিন্ন গঙ্গার ঘাটে নিত্য স্নান করেন। বহু মানুষ পূজা-পার্বণ উপলক্ষ্যে গঙ্গায় অবগাহন করেন।এই ঘটনার পর স্থানীয় পৌরসভা এবং বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে।