চারদিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে মুর্শিদাবাদের ব্যক্তির মৃতদেহ উদ্ধার।
বুধবার সকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সামসেরগঞ্জ থানার পুঁঠিমারী এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম রাহাত শেখ। তার বাড়ি সামসেরগঞ্জ থানার হিজলতলা গ্রামে। মৃত ওই ব্যক্তি সামসেরগঞ্জ কৃষক বাজারের কর্মচারী ছিলেন।স্থানীয় সূত্রে খবর,এদিন সকালে এলাকার পুকুরে ওই ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখা যায়।আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেয় তারা।ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।এই ঘটনা কি করে ঘটলো কি করে ঘটলো পূর্ণাঙ্গ তদন্ত করছে সামশেরগঞ্জ থানার পুলিশ। তার মৃত্যুতে এলাকাসহ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
