চার দিনের কন্যা সন্তানকে বিক্রি করার অভিযোগ উঠল বাবা মায়ের বিরুদ্ধে
উঃ ২৪ পরগনা জেলার হাবড়া থানার পুলিশ বুধবার সন্ধ্যায় হাবড়া ১ নম্বর রেল গেট সংলগ্ন এলাকা থেকে দুই মহিলা পাচারকারী গ্রেফতার করল। পুলিশ সূত্রে জানা যায়, লাবনী দাশ ৩১ দত্তপুকুর থানার বামনগাছি মালিয়াপুর দাসপাড়া এলাকার বাসিন্দা ও হাফিজা খাতুন ৩৬ দত্তপুকুর থানার বামনগাছি মুরালি এলাকায় বাসিন্দা এই দুই মহিলা দত্তপুকুর থানার মালিয়াপুর দাসপাড়া এলাকার বাসিন্দা কোবির মন্ডল ও মার্জিনা খাতুন এর চার দিনের কন্যা সন্তানকে ৫০,০০০টাকার বিনিময় কিনে চার লক্ষ টাকায় বিক্রি করার জন্য এদিন সন্ধ্যায় হাবরা এক নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় আসে। গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া থানার পুলিশ লাবনী দাশ ও হাফিজা খাতুন কে হাতেনাতে গ্রেফতার করে। এরপর সন্তানের বাবা ও মা কে হাবড়া থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য।তবে পুলিশের প্রাথমিক অনুমান আর্থিক অনটনের কারণে এই চারদিনের কন্যা সন্তানকে বিক্রি করে কোবির মন্ডল ও মার্জিনা খাতুন।তবে ঘটনার তদন্ত করছে হাবড়া থানার পুলিশ, এর সাথে আরও কারা কারা জড়িত রয়েছে তদন্ত চলছে।