চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের পর প্রথমবার যাচ্ছেন দিল্লি।আগামী ২৫ শে জুলাই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, দিল্লিতে চারদিন থাকার কথা তার,একাধিক রাজনৈতিক কর্মসূচি আছে দিল্লিতে তার,সংসদ ভবনে যাবেন তিনি।এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন ‘সংসদের অধিবেশন চলার সময় প্রতিবারই দিল্লি যায় আমি’ ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট মজবুত করার লক্ষ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে।তিনি আরো জানান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি গিয়ে নেতাদের সঙ্গে দেখা করবেন তিনি ,সময় পেলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন তিনি ,বিজেপিকে বিধানসভা ভোটে রুখে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে বিরোধী শিবিরে বড় ভূমিকা নিতে পারেন বলে জল্পনা চলছে।