চার দিন নিখোঁজ থাকার পর ইছামতি নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার।
বসিরহাট মহকুমার বসিরহাট থানার সংগ্রামপুর পশ্চিম পাড়ার ঘটনা।বুধবার সকাল বেলায় ইছামতি নদী থেকে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা।পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বড়দিন থেকে নিখোঁজ ছিলেন আখারপুর ২৬ বছরের যুবক আক্তারুল গাজী।পেশায় ভাটার শ্রমিক।মৃত যুবকের পরিবারের আত্মীয় মমতাজ বিবি বলেন, শনিবার বাজারে যাওয়ার নাম করে বেরিয়েছিলেন ওই যুবক। তারপর আর খোঁজ পাওয়া যায় নি। খুন না আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। যেখানে মৃতদেহ উদ্ধার হয়েছে তার ৫০ মিটার এর মধ্যে তার শ্বশুর বাড়ি।এই নিয়ে কেউ মুখ খুলতে চাইছিলেন না। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
