চালসায় নদীতে ছিটকে পড়ল গাড়ি,আহত ৪।
বিয়ে সেরে মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা।মঙ্গলবার সাত সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলো বর কনে সহ মোট ৪ জন।ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের চালসার কুর্তি নদীর কাছে।আশঙ্কাজনক অবস্থায় তাদের শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত ৪ জনই শিলিগুড়ির বাসিন্দা।সোমবার রাতে ওই বর- কনের চালসার একটি হোটেলে বিয়ের অনুষ্ঠান ছিল। মঙ্গলবার সকালে একটি ছোট গাড়িতে করে বর-কনে সহ মোট ৪ জন মালবাজারের মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন।যাওয়ার পথে চালসার ৩১ নং জাতীয় সড়কের কুর্তি সেতুর পাশের এলাকায় ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে নদীতে পরে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা।স্থানীয়রাই আহতদের উদ্ধার করে চালসার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের শিলিগুড়ি রেফার করা হয়।খবর পেয়ে এলাকায় যায় মেটেলি থানার পুলিশ।পুলিশ গিয়ে গাড়িটি উদ্ধার করে।আহতরা শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন