চালু রাখার দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ শুরু করল বেলডাঙ্গা বাসি।
শনিবার বেলডাঙ্গা ঝুনকা মোড়ে রেল লাইনের উপর দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করে এলাকার লোকজন। তাদের দাবি ওই ১১৪ নং গেটে আন্ডার পাস করা হলেও তার যাতায়াতের রাস্তা এখনো কমপ্লিট হয়নি। কিন্তু পুরোনো রেলগেটটি ভেঙে ফেলছে রেল কর্তৃপক্ষ, যেটা তারা কোনোভাবেই মানবেন না। কেননা এলাকার চারপাচটি গ্রামের মানুষ ওই রেল লাইনে যাতায়াত করে। ফলে রেলগেট চালু রাখার দাবিতেই তারা আন্দোলন করছেন।এদিকে ওই ঘটনায় খবর পেয়ে রেল পুলিশ এবং বেলডাঙ্গা থানার পুলিশ ঘটনার স্থলে উপস্থিত হয়েছে। সবেমাত্র বিক্ষোভ শুরু হয়েছে। ফলে ট্রেন অবরোধের সম্ভাবনা দেখা দিয়েছে।
