চা বাগানের নালা থেকে ১৩ ফুট কিং কোবরা উদ্ধার
জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের বড় দিঘী চা বাগান থেকে মঙ্গলবার বিশালাকৃতির কিং কোবরা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চা-বাগানে।জানা গিয়েছে, এদিন সকাল দশটা নাগাদ বাগানে কাজ করতে গিয়ে চা বাগানের নালায় কিং কোবরাটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। ঘটনার খবর পেয়ে এলাকায় যান সর্প প্রেমী শ্যামাপ্রসাদ পান্ডে ও দিবস রাই। তারা ওই বিশাল আকৃতির কিং কোবরাটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতিবিক্ষণ কেন্দ্রে নিয়ে যায়।জানা গিয়েছে, উদ্ধার হওয়া কিং কোবরাটির দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট।চিকিৎসার পর সেটিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।