চা বাগান থেকে কাজ সেরে বাড়ি ফেরার সময় চিতা বাঘের হামলায় আহত শ্রমিক ।
শুক্রবার সন্ধ্যায় চা বাগানের কাজ করে বাড়ি ফেরার সময় একটি চিতা তার ওপর আক্রমন করে । ঘটনাটি ঘটে বানারহাটের লক্ষীপাড়া চা বাগানের আলিবস্তি এলকায় আহত শ্রমিকের নাম অর্জুন ছেত্রী (৫২) । বাড়ি লক্ষীপাড়া চা বাগানের আলিবস্তি এলাকায়। জানা গিয়েছে, সন্ধ্যের পর কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। ওই সময় চা বাগান থেকে একটি চিতা হঠাত বেরিয়ে তার ওপর আক্রমণ করে। ঘটনায় হাতে ও পিঠে গুরুতর আঘাত পান অর্জুন বাবু। এরপর বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডকে খবর দেওয়া হলে বনকর্মীরা এসে তাকে সেখান থেকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারন হাসপাতালে ভর্তি করানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সেই শ্রমিক।
