চা শ্রমিকদের নুন্যতম মজুরি প্রদানের দাবীতে ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে গেটমিটিং
চা বাগানের শ্রমিকদের নুন্যতম মজুরি প্রদানের দাবীতে বৃহস্পতিবার ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে গেটমিটিং করল বিজেপির চা বাগান সংগঠন বিটিডাব্লুইউ। এদিন সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মেচপাড়া, ভাতখাওয়া, দলসিংপাড়া সহ প্রায় প্রতিটি চা বাগানে বিটিডাব্লুইউ-এর পক্ষ থেকে গেট মিটিং আয়োজিত হয়।
