চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ জলপাইগুড়ির এক বেসরকারি নার্সিং হোমের বিরুদ্ধে ।
জলপাইগুড়ি হাসপাতালপাড়ার এক বেসরকারি নার্সিং হোমের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ,বিক্ষোভ এলাকাবাসীর।
রোগীর আত্মীয় জানান, পেটের ব্যথায় ভুগছিল অবিনাশ ডাক্তার বলেছিল পেটের জল রয়েছে ঠিক হয়ে যাবে। সাত দিন ধরে আমরা চিকিৎসা করাচ্ছি এখানে আজ ডাক্তার বলেন রোগী আশঙ্কা জনক।আমরা রোগীকে হাসপাতালে বের করার মুহুর্তেই মারা গেল।আমাদের আগে বলতে পারত।রোগীকে মেরে ফেলে তারাপর আমাদের জানাচ্ছে বলে আমাদের আশঙ্কা।
স্থানীয় জলপাইগুড়ি পুরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর দিনেশ রাউত অভিযোগ করে বলেন রেসকোর্স পাড়ার বাসিন্দা অবিনাশ সোনার (২৭)
এসকে খানের তত্বাবধানে চিকিৎসাধীন হয়এবং আজ দুপুরে তাকে ঐ ডাক্তার আশঙ্কা জনক অবস্থা বলে নার্সিংহোম থেকে বাইরে নিয়ে যেতে বলে।নার্সিংহোম থেকে বের করার পরেই মারা যায় অবিনাশ। তবে এবিষয়ে জলপাইগুড়ির হাসপাতাল পাড়ার বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ কোন মন্তব্য করতে রাজি হয়নি।