চিকিৎসা করাতে এসে মেরে ফেলার অভিযোগ নেশামুক্ত আবাসনের বিরুদ্ধে।
বছর ৪২ এর এক ব্যাক্তির মৃত্য ঘিরে বিস্ফরক অভিযোগ পরিবারের লোকজনের। জানা গিয়েছে সামশেরগঞ্জ থানার বাসুদেরপুর এলাকা থেকে বছর ৪২ এর শিশুনাথ দাস সুতি থানার সাজুরমোড় সংলগ্ন এলাকায় নেশা মুক্ত আবাসনে ভর্তি হয় ২৬.০৬.২২ তারিখে। গত কাল সোমবার রাতে হঠাৎ হাসপাতালে থেকে ফোন যায় পরিবারের কাছে, পরিবারের লোকজন তড়িঘড়ি হাসপাতালে গেলে দেখে শিশুনাথ মারা গেছে, শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পরিবারের লোকজন। পরিবারের দাবি আবাসনে তাকে মারধোর করে মেরে ফেলেছে, যদিও আবাসনের সঙ্গে যোগাযোগ করতে গেলে কোনো রকম যোগাযোগ করা যায় নি। ঘটনাস্থলে সুতির পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।