চিকিৎসা গাফিলতের অভিযোগ তুলে আসানসোল জেলা হাসপাতালে ভাঙচুর

চিকিৎসা গাফিলতের অভিযোগ তুলে আসানসোল জেলা হাসপাতালে ভাঙচুর চালালো রোগী পরিবারের সদস্যরা এবং তার প্রতিবেশীরা। সোমবার রাতের ঘটনা। ঘটনা সূত্রে জানা গেছে সোমবার সকালে কাঞ্চন বাউরী নামে বুধা গ্রামের বাসিন্দা, একে অ্যাম্বুলেন্স চালককে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার প্যানক্রিয়াস জাতীয় কোন সমস্যা ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কিন্তু চিকিৎসা চলাকালীন তার বিকেল বেলায় মৃত্যু হয়। এই মৃত্যুর খবর পেতে কাঞ্চন বাউরির পরিবারের লোক এবং প্রতিবেশীরা হাসপাতালে এসে বিক্ষোভ দেখায়। তাদের দাবি সঠিক চিকিৎসা হয়নি। এরপরে বিক্ষোভের মাঝে তারা আসানসোল জেলা হাসপাতালে ভাঙচুর চালায়। নার্সদের বেশ কয়েকটি গাড়ি এবং হাসপাতালের আউটডোরে থাকা সাইনবোর্ড গুলো তারা ভাঙচুর চালায়। যদিও তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে দক্ষিণ থানার পুলিশ গিয়ে পৌঁছায় এবং তারা পরিস্থিতি সামাল দেয়। যদিও এই ঘটনায় আতঙ্কিত হাসপাতালে স্বাস্থ্য কর্মীরা এবং নিরাপত্তা রক্ষীরা। তাদের বক্তব্য চিকিৎসায় কোন গাফিলতি হয়নি। ওই রোগী প্যানক্রিয়াসে সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তার মৃত্যু হয়। এখনো পর্যন্ত রোগী পরিবারের পক্ষ থেকে কোনঈ লিখিত অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ বা থানায়ও দায়ের করা হয়নি বলে জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং আসল দক্ষিণ থানার পুলিশ জানিয়েছে সঠিক অভিযোগ পেলে তদন্ত হবে। পাশাপাশি ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে আসানসোল দক্ষিণ থানাপুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + nineteen =