চিত্তরঞ্জনে গাছের উপর বৃহৎ আকারের অজগর সাপ।

চিত্তরঞ্জনের রেল কারখানার প্রবেশের মুখে রাস্তার পাশে মঙ্গলবার একটি গাছের উপর বিশাল আকারের অজগর দেখা গেলো।প্রায় সকাল ৮ টা নাগাদ সর্বপ্রথম কারখানায় কর্মরত শ্রমিকদের চোখে পড়ে গাছের উপরে ঝুলে থাকা বৃহৎ আকারের অজগর সাপটি।সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে সবাই।আতঙ্কের পাশাপাশি উত্তেজিত জনতা ছবিতুলতে শুরু করে।খবর দেওয়া হয় স্নেক সেভার্স টিমের সদস্যদের ও চিত্তরঞ্জন থানার পুলিশ এবং আরপিএফকে।সাপটিকে উদ্ধার করার জন্য খবর দেওয়া হয় বন বিভাগে।তারা এসে সাপটিকে উদ্ধার করে বন দফতরের অফিসে নিয়ে যায়।বন দপ্তরের আধিকারিকরা জানায়, সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 14 =