এখনও চট্টগ্রামের জেলবন্দি ইসকনের সন্ন্যাসী তথা বাংলাদেশের সনাতন জোটের মুখ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তাঁর হয়ে মামলা লড়ছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। এদিন ভারতে থাকা চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে বৈঠকে বসছেন কুণাল ঘোষ।

চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এখন রাজ্য রয়েছেন রবীন্দ্র ঘোষ। ২ জানুয়ারি ফের চট্টগ্রাম আদালতে জামিন মামলার শুনানি। সেখানে রবীন্দ্র ঘোষ উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, গত শুক্রবার, কুণাল ঘোষকে ফোন করে দেখা করতে চান চিন্ময় কৃষ্ণের আইনজীবী। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করতে চান তিনি। কিন্তু কোমরে যন্ত্রনা থাকায়, তাঁর সিঁড়িতে ওঠানামায় সমস্যা রয়েছে। সেই কারণে এদিন দুপুরে বারাকপুরে রবীন্দ্র ঘোষের ছেলের বাড়িতে দেখা করছেন কুণাল ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + eleven =