চিরতরে বন্ধ হয়ে গেলো দানিশের শাটার
সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে তালিবান ও আফগান সেনার সংঘর্ষের মাঝে পড়ে চিরতরে বন্ধ হয়ে গিয়েছে দানিশের শাটার। সে সময়ে আফগান স্পেশাল ফোর্সের সঙ্গে কান্দাহারের স্পিন বোলডাক এলাকা থেকে ফিরছিলেন দানিশ। তাঁর এমন দুর্ভাগ্যজনক মৃত্যুতে গোটা দুনিয়া ফুঁসছে। এ দিন অবশ্য রয়টার্সে কর্মরত ভারতীয় এই চিত্রসাংবাদিকের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছে তালিবান-ও।তাদের দাবি, দানিশের মৃত্যুর জন্য কোনও ভাবেই দায়ী নয় তারা। রাষ্ট্রপুঞ্জ দানিশের মৃত্যুতে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছে। । সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রয়টার্স জানিয়েছে, ওই এলাকার কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোদ রেখে চলেছে তারা। যত দ্রুত সম্ভব দানিশের দেহ ফেরানোর চেষ্টা চলছে বলে আশ্বাস দিয়েছে বিদেশ মন্ত্রকও। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, তালিবান জঙ্গিরা ইতিমধ্যেই দানিশের দেহ আন্তর্জাতিক রেড ক্রশ কমিটির হাতে তুলে দিয়েছে। এই তথ্য জানানো হয়েছে নয়াদিল্লিকেও।