চিরাচরিত রীতি মেনে মহা সমারোহে বেলুড়মঠে পালিত হলো জন্মাষ্টমীর অনুষ্ঠান।প্রথা মতো সন্ধ্যারতির পর মূল মন্দিরের ডান দিকে অর্থাৎ পূর্বদিকে নির্মিত অস্থায়ী বেদীতে শ্রীকৃষ্ণের মূর্তিতে মাল্যদান এবং পূজা পাঠ করা হয়।অনুষ্ঠানের তাৎপর্য শ্রীকৃষ্ণ নিয়ে বক্তৃতা গান প্রভৃতি পরিবেশন করেন মঠের সন্ন্যাসীরা।অনুষ্ঠানের শেষে উপস্থিত ভক্ত এবং সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।