চুঁচুড়ায় গাছ কাটার প্রতিবাদে সরব বিধায়ক।
এবার গাছ কাটার পবিরুদ্ধে রুখে দাঁড়ালেন খোদ বিধায়ক।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করা মাত্রই সরজমিনে গিয়ে গাছ কাটা বন্ধ করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।ঘটনাটি চুঁচুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে সাহাগঞ্জের।সেনা কর্মীর প্রভাব খাটিয়ে বন দপ্তর অনুমতি ছাড়াই দুটি বড় বড় আম গাছ কাটছিল।ভয়ে কেউই প্রতিবাদ করতে পারছিলেন না।পড়ে চুঁচুড়া থানার পুলিশ ও বিধায়ক গিয়ে গাছ কাটা বন্ধের ব্যবস্থা করে।কয়েক মাস আগে এই সেনা কর্মী বুদ্ধ দেব মন্ডল,সেখানে পাঁচিল দিয়ে ঘিরে বাড়ি তৈরির জন্য বনদপ্তরের অনুমতি ছাড়া গাছ কাটছিলেন।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গাছ কাটার সরঞ্জাম বাজেয়াপ্ত করে।ঐ সেনা কর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিধায়ক।