চুঁচুড়ায় বিজেপির মিছিল

চুঁচুড়ায় বিজেপির মিছিল

আজ হুগলি সাংগঠনিক জেলা কার্যালয় থেকে ১১ :৩০ মিনিটে চুঁচুড়া থানা পর্যন্ত একটি মিছিল করে চুঁচুড়ার বিজেপি নেতা কর্মীরা প্রায় কয়েকশো কর্মী নিয়ে চুঁচুড়া পিপুলপাঁতি মোর হয়ে হাসপাতাল সংলগ্ন এলাকা হয়ে মিছিল যায় চুঁচুড়া থানার উদ্দেশে এবং থানার সামনে গিয়ে অবস্থান বিক্ষোভ করে নেতা কর্মীরা। তাদের মূল দাবি ছিলো রামপুরহাট হত্যালীলা এবং বাসন্তীর বোমা বিস্ফরণে মৃত্যু হচ্ছে সাধারন মানুষের পুলিশের ভুমিকা দলদাসে পরিনত হয়েছে। রাজ্যে গণতন্ত্র ভেঙে দিয়েছে তৃণমূলের সরকার। রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের দাবিতে আজ এই কর্মসূচী নেয় বিজেপি। উপস্থিত ছিলেন জেলা সভাপতি তুষার মজুমদার পুরশুরার বিধায়ক বিমান ঘোষ ও রাজ্য সম্পাদক দিপাঞ্জন গুহ সহ অন্নান্য নেতৃত্বরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 3 =