চুঁচুড়া আনন্দমঠ পশ্চিমপাড়ায় নির্মীয়মান সেফটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু।
আজ সকালে খেলা করতে করতে শিশুটি ট্যাংকে পরে যায়।অনন্ত সরকারের বাড়ির পাশে একটি বাড়ি তৈরী করছেন প্রকাশ সরকার।সেখানেই নির্মিয়মান সেফটিক ট্যাংকে পড়ে যায় শিশুটি।অনেকক্ষন দেখতে না পেয়ে খোঁজ করতে গিয়ে দেখা যায় ট্যাংকের জলে পড়ে আছে সে। সঙ্গে সঙ্গে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।মৃতের নাম অর্ঘ সরকার বয়স দেড় বছর। বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হয় শিশুটির দেহ। শিশুর পরিবারের মনে হয় তখনও প্রান আছে দেহে স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।সেই চিকিৎসকও আবার হাসপাতালে নিয়ে যেতে বলেন।ঘটনায় উত্তেজনা ছড়ালে চুঁচুড়া থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে।
