চুরির ঘটনার তদন্তে নেমে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ।
সোনারপুরের নাটাগাছি এলাকা থেকে আকাশ সর্দার নামে এক দুষ্কৃতিকে আজ ভোররাতে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান সাটার ও লাইভ কার্তুজ। ধৃতের বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা করা হয়েছে। আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে আজ বারুইপুর আদালতে তোলা হবে।
