চুরি করতে এসে কিছু না পেয়ে স্কুলে ভাংচুর চালালো দুষ্কৃতীরা।
আন্দুল মৌরি কেশব চন্দ্র নিম্ন বুনিয়াদি স্কুলের ঘটনা, এলাকার স্কুলে চুরি রুখতে একজোট এলাকার মানুষ ও অবিভাবকরা স্কুলের বাইরে রাস্তায় বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে ডোমজুড় থানার পুলিশ, অভিযোগ বেশ কয়েকদিন ধরে স্কুলে চলছে চুরি, এই ঘটনা রুখতে স্কুলের যাবতীয় প্রয়োজনীয় জিনিস রেখে দেওয়া হতো অবিভাবকদের বাড়িতে গতকাল দুষ্কৃতীরা চুরি করতে এসে কিছু না পেয়ে স্কুলে ভাংচুর করে বলে অভিযোগ। |
